মেহের আমজাদ,মেহেরপুর
মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার শিক্ষক হযরত আলী মোটরসাইকেল যোগে তার কর্মস্থলে আসার পথে ইজি বাইকের সাথে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
গতকাল মঙ্গলবার সকালের দিকে মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। আহত হযরত আলী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আজের আলীর ছেলে। জানাগেছে মঙ্গলবার সকালে হযরত আলী তার মোটরসাইকেল যোগে কর্মস্থল মেহেরপুর দাররুল উলুম আহমদীয়া মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। তিনি মেহেরপুর শহরে মাদ্রাসার মোড় ঘোরার পূর্ব মুহুর্তে একটি দ্রূতগামী ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় হযরত আলী মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা খবর পেয়ে তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। এখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় । হযরত আলীর মাথায় বড় ধরনের আঘাত লেগেছে এবং মোটরসাকেলের ব্যাপক ক্ষতি হয়েছে। হযরত আলী মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার বিজ্ঞান শিক্ষক।

