মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্তর থেকে বে-সবকারী এ্যাম্বুলেন্স সরিয়ে নেওয়া,হাসপাতালে আনসার ও সুইপার নিয়োগ দেওয়া, দালাল ও রিপ্রেজেন্টেটিভ মুক্ত করা, প্রতি মাসে জেনারেল হাসপাতালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করাসহ ছয় দফা দাবী জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের নেতৃত্বে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের নিকট স্মারক লিপি প্রদান করা হয় । স্মারক লিপি গ্রহনকালে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ সময় সাংস্কৃতিক কর্মী মাহাবুবুল হক মন্টু, শিক্ষক মামনুর রহমান, তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

