বড়াইগ্রামে ছাত্রদলের দুই নেতা আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ০৮, ২০১৮

বড়াইগ্রামে ছাত্রদলের দুই নেতা আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে উপজেলার গোপালপুর ও পূর্ণকলস এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে। আটককৃতরা হলেন, থানা ছাত্রদলের  সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন সরকার ও গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি  শাহিন খান। সুজন পূর্ণকলস গ্রামের মোসলেমউদ্দিন ও শাহিন গোপালপুরের আবু বকর সরকারের ছেলে। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে তারা দীর্ঘদিন ধরে জনমনে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে নৈরাশ্য সৃষ্টির পাঁয়তারা করে আসছিলো ।  

Post Top Ad

Responsive Ads Here