শার্শার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ০৭, ২০১৮

শার্শার নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জসিম উদ্দীন, বেনাপোল থেকে - যশোরের শার্শা উপজেলার নাভারণ ইউনিয়ন পরিষদের পার্শ্বে ২০১৭ সালে স্থাপিত নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ৩৫জন গরীব, দরিদ্র, এতিম, অসহায় ছাত্র-ছাত্রীদের নিয়ে তৈরী প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এলাকার সচেতন মহলের মন কেড়ে নিয়ে সাফল্যের দিকে উদ্ধমূখি কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শুক্রবার সকাল ১০টায় এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিনিধি, দৈনিক নওয়াপাড়া পত্রিকার ঝিকরগাছা অফিসের এডিটর, অনলাইন নিউজ পোর্টাল রূপসা নিউজ টোয়েন্টিফোর ডট কম এর যশোর জেলা ব্যুরো প্রধান ও বার্তা বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম এর ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।


অনুষ্ঠানে নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু বক্কার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নাভারণ বুরুজবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওহাব, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা উপজেলা শাখার বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণের প্রতিষ্ঠান পথের আলো সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রকিবুল ইসলাম হোসেন, রূপসা নিউজ টোয়েন্টিফোর ডট কম এর যশোর জেলা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার মোঃ আমিনুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন প্রতিনিধি মো: মোশাররফ হোসেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন, নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বর্ণ রাণী মন্ডল, সহকারী শিক্ষক রহিমা খাতুন, রিপন হোসেন, রফিকুল ইসলাম, তাহমিনা খাতুন, বেবী নাজমীন, সজীব হোসেন, ফিজিওথেরাপিষ্ট সোলাইমান, থেরাপী সেন্টারের স্বাস্থ্য সহকারী সুমন কুমার, রূপালী আক্তার, নাভারণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, কোষাধাক্ষ্য নিলু ভাষ্কর, অভিভাবক সদস্য নাজমা খাতুন, শাহানারা বেগম, আলেয়া খাতুন, কাজল খাতুন, সাজেদা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে গরীব, অসহায়, এতিম হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Post Top Ad

Responsive Ads Here