মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসকের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বিভাগীয় কমিশনার লোকমান আলী মিয়ার সাথে মেহেরপুর জেলার বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম সফিউল আযম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

