মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএপি‘র সভাপতি অ্যাড. মারুফ আহম্মদ বিজন উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারা মুক্ত হলেন ।
গতকাল রবিবার বিকালের দিকে তিনি মেহেরপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। এসময় দলের নেতা-কর্মিরা তাকে স্বাগত জানান। ১৮ দিন কারাভোগের পর তিনি হাই কোর্ট থেকে জামিনে মুক্তি পান। উল্লেখ্য ৩১ অক্টোবর রাত ১০ টার দিকে শহরের তাঁর নিজস্ব ‘ল’ চেম্বার থেকে তাকে আটক করা হয়। মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

