কাগতিয়া কামিল এমএ মাদরাসার ৮৭তম এনামি জলসা শনিবার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ৩০, ২০১৮

কাগতিয়া কামিল এমএ মাদরাসার ৮৭তম এনামি জলসা শনিবার

মোঃ কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: এশিয়াখ্যাত ঐতিহ্যবাহী ইসলামি দ্বীনি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদরাসার ৮৭তম এনামী জলসা (১ ডিসেম্বর) শনিবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১টা থেকে মাদরাসা ময়দানে আয়োজিত হবে।

জলসায় দেশবরেণ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিকরা উপস্থিত থাকবেন। বাংলাদেশ জমিয়াতুল মোদের্রেছীন এর মহাসচিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শাব্বির আহমদ মোমতাজীর সভাপতিত্বে জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ,কে,এম, ছায়েফ উল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. জহুরুল আলম।

এ ছাড়া মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তৌহিদ হোসেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাশেম, আরবি বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. এস.এম রফিকুল আলম, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মুহাম্মদ আবুল হাসান, গাছবাড়িয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, চবি গণিত বিভাগের সহযোগি অধ্যাপক ড. জালাল আহমদ।

ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগি অধ্যাপক ড. আ.ন.ম আব্দুল মাবুদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ বিভাগে সহকারি অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার, ১১নং পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ (বি.এ.), মদিনা ট্যানারিজ স্বত্বাধিকারি আলহাজ্ব আবু আহমদ, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড এর ব্যবস্থপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here