সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৭, ২০১৮

সিরাজগঞ্জের তাড়াশে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় বিষ পানে এক কিশোরী প্রেমিকার মৃত্যুর সংবাদ শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর প্রেমিক।


শনিবার (১৭ নভেম্বর'১৮) উপজেলার রঘুনীলি ও চর জয়কৃষ্ণপুর গ্রামে এ দু’টি ঘটনা ঘটে।
নিহত প্রেমিকা রুবিনা খাতুন (১৫) চক জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে।  ও তার প্রেমিক শাহেদ আলী (১৫) রঘুনীলি গ্রামের মঈনুদ্দিনের ছেলে। উভয়েই চক জয়কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, সকালে মায়ের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে গ্যাস ট্যাবলেট খায় রুবিনা। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল ১০টার দিকে মারা যায়। এদিকে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে বেলা ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক শাহেদ আলী।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাবুল শেখ এ তথ্য নিশ্চিত করে  জানান, ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সকালে প্রেমিকা রুবিনার বিষপানের আত্মহত্যার খবর শুনে প্রেমিক সাহেদও আত্মহত্যা করেছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  বলেন, দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে তারা আত্মহত্যা করেছে তদন্তে পর জানা যাবে।

Post Top Ad

Responsive Ads Here