ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহে বাল্য বিবাহ ও বহুবিবাহ সমস্যা এবং বহুবিবাহ সমস্যা ও সমাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এডাব জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে এ্যাকশন ইন ডেভেলপমেন্ট (এইড) কমপ্লেক্স ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এডাব জেলা শাখার সভাপতি শিবুপদ বিশ্বাসের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আছাদুজ্জামান ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী তারিকুল ইসলাম পলাশ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশন এর পরিচালক আশাবুল হক, উন্নয়ন ধারার হায়দার আলী, রিকো নির্বাহী পরিচালক আশরাফ হোসেন, সোভার নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম প্রমূখ। ধারনা পত্র পাঠ করেন লুৎফুন্নাহার আশা।সার্বিক ভাবে সহযোগিতা করেন এইড ফাউন্ডেশনের সহকারী পরিচালক প্রশাসন বিভাগের এ্যাডঃ তন্ময় কুমার কুন্ডু,লুৎফুন্নাহার আশা, সোনিয়া আক্তার লপটি, লায়লাতুল হক তুলি ।
আলোচনা পরিচালনা করেন এডাব জেলা শাখার সাধারন সম্পাদক তারিকুল ইসলাম পলাশ।
সেমিনারে সরকারী কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী,শুশিল সমাজের প্রতিনিধি,ইমাম, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

