ফরিদপুর প্রতিনিধি :
“প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুরে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ।
এ উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে এ্যাডভোকেসী ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী সিদ্দিকী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডল প্রমূখ।
