ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের টেপুরাকান্দিতে ১৬ নভেম্বর রাত থেকে শুরু হওয়া চার দিনের বিচার গানের উৎসব ১৯ নভেম্বর মধ্যরাতে শেষ হয়েছে।
চরটেপুরাকান্দি দরবার এ খালেকিয়া এর ১৭তম ওরশ মোবারক উপলক্ষে আয়োজিত এ বিচার গানের শেষ দিনে ঢাকার হেলাল সরকার ও মানিকগঞ্জের মায়া রানী পালা পরিবেশন করেন। ১৯ নভেম্বর রাতে আদম ও শয়তানের পালা মঞ্চস্ত হয়। এতে আদমের ভুমিকায় মায়ারানী এবং শয়তানের ভুমিকায় হেলাল সরকার পালা পরিবেশন করেন।
এর আগে অনুষ্ঠানের প্রথম রাতে সিরাজ দেওয়ান ও সালমা সরকার, দ্বিতীয় রাতে সিংগাইরের ছাত্তার সরকার ও খিলগাওয়ের সুমি রানি এবং তৃতীয় দিনে ঢাকার মানিক দেওয়ান ও ফরিদপুরের চন্দ্রা আক্তার বিচার গানের পালা পরিবেশন করেন।
প্রতিরাতেই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো নারী পুরুষ উপস্থিত হয়ে বিচার গান উপভোগ করেন। প্রতিরাত আটটা থেকে গান শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে। অনুষ্ঠানের শেষ রাতে এ বিচার গান উৎসবের উদ্বোধন ও সমাপনী ঘোষনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. চুন্নু মিয়া।
