মেহের আমজাদ,মেহেরপুর-গ্রাম্য সংঘর্ষের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঃ লতিফকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল সোমবার দুপুরে আঃ লতিফ আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। আঃ লতিফ গাংনী উপজেলার পাকুড়িয়া গ্রামের সাকের আলীর ছেলে। গত বছর গ্রাম্য সংঘর্ষের (মারামারির) একটি মামলায় আদালত তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড এবং ২হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১মাসের কারাদন্ড প্রদার করেন।

