মেহেরপুরে খড়ি বোঝায় ট্রাক উল্টে ঢুকলো মুদি দোকানে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ২০, ২০১৮

মেহেরপুরে খড়ি বোঝায় ট্রাক উল্টে ঢুকলো মুদি দোকানে

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর মুজিবনগর সড়কের বামন পাড়া মোড়ে খড়ি বোঝায় একটি  ট্রাক উল্টে বায়েজিদ ষ্টোর নামের একটি  মুদি দোকানের ভিতরে ঢুকে যায়। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও মুদি দোকানের ব্য্পাক ক্ষতি হয়েছে।

 গতকাল সোমবার ভোর রাতের দিকে ওই ঘটনা ঘটে। ঘটনার সময় খড়ি বোঝায় ট্রাক ঢাকা-মেট্রো-ট ১৬-০০৬১ মোনাখালীর উদ্যোশ্যে যাওয়ার সময় সদর উপজেলার বামন পাড়া মোড় ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে বায়েজিদ ষ্টোর নামের  ইমাদ আলীর দোকানের মধ্যে ঢুকে পড়লে তার মুদি দোকানের ব্যাপক মালামাল মালামল নষ্ট হয়।

Post Top Ad

Responsive Ads Here