জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার (২০ নভেম্বর) ভোরে বেনাপোল সীমান্তের নামাজ গ্রাম থেকে এ অস্ত্র ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল সীমান্তের নামাজ গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুর্বৃত্তরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে রাস্তার পাশ থেকে একটি পিস্তল ও দুইটি ম্যাগজিন জব্দ করা হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, উদ্ধারকৃত অস্ত্র-ম্যাগজিন বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

