এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধ একটি পরিবারকে বাস্তভিটা থেকে উচ্ছেদ করে বসতবাড়ী দখল নিয়েছে একদল ভ‚মি দশ্যু।
ভিটে মাটি হারিয়ে ওই গরীব অসহায় পরিবারটি এখন সরকারি খাস জমিতে কোনো রকম ঝুপড়ি ঘর তুলে দুর্বিসহ জীবন যাপন করছে। মামলার অভিযোগ সুত্রে জানা যায় কুড়িগ্রামের ভ‚রুঙ্গামারী উপজেলার বারুইটারী গ্রামের গরীব অসহায় সিরাজুল ইসলাম এর সাথে একই গ্রামের শাহা আলী মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিক, খাইরুল ইসলাম, খয়বর হোসেন ও তারার আলীর ছেলে ফজলুল হক, আনিছুর, হবিবর রহমান গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে বিবাদী আবু বক্কর, ফজলুল হক গংরা সিরাজুল হকের বসতবাড়ীতে অগ্নি সংযোগ করে তাদের ডাং মার করে বসতবাড়ী থেকে উচ্ছেদ করে বিবাদমান জমি দখলে নেয়। এ অবস্থায় অসহায় সিরাজুল ইসলাম বসতভিটা হারিয়ে আবু বক্কর, ফজলুল হক সহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করলে আসামীরা আরো বেপরোয়া হয়ে ওঠে এবং সিরাজুল ইসলামকে প্রাণ নাশের হুমকি দেয়। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত গত ১৫/০৭/২০১৮ইং তারিখে ঢোল সহরত পিটিয়ে লাল নিশান টানিয়ে থানা পুলিশ সিরাজুল ইসলামের পক্ষে বিবাদমান জমি দখল নিয়ে দেয়। দখলকৃত জমিতে সিরাজুল ইসলাম সিরাজ আমন ধান লাগালে আসামীরা ওই ধান কেটে নেয়ার হুমকি দেয় বলে বাদী পক্ষ জানিয়েছে। এদিকে আসামীদের যোগ সাযোসে শাহা আলীর ছেলে আখতার হোসেন গত ১৮ নভেম্বর বিবাদ মান জমির আমন ধান কেটে নেয়। এব্যাপারে জমির মালিক সিরাজুল ইসলাম তার পরিবারের নিরাপত্তা চেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করে। বসতভিটা, জমিজমা হারিয়ে অসহায় সিরাজুল ইসলাম আসামীদের ভয়ে এখন কুড়িগ্রাম জেলা সদরের হিংগন রায় ছায়ানীপাড়া গ্রামে সরকারি খাস জমিতে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাছাড়া ওই অসহায় পরিবারটি সুবিচারের জন্য এলাকার প্রভাবশালী মহলের দ্বারে দ্বারে ঘুরছে।

