রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-রবিবার বিকেল ৪ টায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী আন্তর্জাতিক যৌথ বাজারে বাংলাদেশ বিজিবি ৩৫ ব্যাটালিয়ান ও ভারতের ২৬ ব্যাটালিয়ান বিএসএফ এর মধ্যে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিজিবি ৩৫ ব্যাটালিয়ান এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জাহেদুর হাসান এবং ভারতের ২৬ ব্যাটালিয়ান বিএসএফ কমান্ডেন্ট শ্রী বিশাল রানের আলোচনা সাপেক্ষে এ খেলার আয়োজন করা হয়। খেলায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজিবির কোর সিগনাল আবু সহল আব্দুল্লাহ, রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদলসহ দুই দেশের স্থানীয় জন সাধারণ।
বিজিবি ও বিএসএফ এর মধ্যে তথা বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তরিকতা জোড়দার করতে এ খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে আসা উৎসুক জনতার ভিড় ছিল অনেক বেশি। সাধারণ জনগণ প্রতিনিয়ত খেলার আয়োজনে দুই দেশে ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্ব মজবুদ হবে বলে আশা করেন।
খেলায় বাংলাদেশ বিজিবি ৩-০ তে জয় লাভ করে। খেলা শেষে বাংলাদেশ বিজিবি দলের পক্ষে অধিনায়ক নারায়ন দেবনাথ চ্যাম্পিয়ন ট্রফি এবং ভারতের বিএসএফ এর অধিনায়ক বিনদ কুমার রানার্স আপ ট্রফি গ্রহণ করেন।
