চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের দোয়া মাহফিলে সাংবাদিক আবু সুফিয়ান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৯, ২০১৮

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের দোয়া মাহফিলে সাংবাদিক আবু সুফিয়ান

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সংগ্রাম কমিটির সাবেক চেয়ারম্যান স্থপতি তসলিম উদ্দীন চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী স্মরণে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ আলোচনা সভা গত ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় সংগঠনের যুগ্ম আহবায়ক ডাঃ জামাল উদ্দীনের সভাপতিত্বে নগরীর তনজিমুল মোছলেমিন এতিমখানায় অনুষ্ঠিত হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান। সংগঠনের সচিব আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতির অর্থ সম্পাদক হাফেজ মোঃ আমানউল্লাহ, ফুলকলি ফুড প্রোডাক্ট লিমিটেডের জেনারেল ম্যানেজার এম,এ,সবুর, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্ম উপ কমিটির সদস্য মাওলানা রবিউল আলম সিদ্দিকী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগনেতা নুরুল হুদা চৌধুরী, দক্ষিণজেলা কৃষকলীগনেতা আবুল হোসেন শুভ, সাবেক ছাত্রনেতা সালাউদ্দীন লিটন, হাফেজ মোঃ ফজলুল কাদের। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন তনজিমুল মোছলেমিন এতিমখানার সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দীন হেজাজী। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চট্টগ্রামের উন্নয়ন, আন্দোলনে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইউছুফ চৌধুরী যেভাবে আমৃত্যু কাজ করে গেছেন। তার ধারাবাহিকতায় মরহুম ইউছুফ চৌধুরীর সুযোগ্যপুত্র দৈনিক পূর্বকোণের সাবেক সম্পাদক স্থপতি তসলিম উদ্দীন চৌধুরীও চট্টগ্রামের উন্নয়নে কাজ করেছেন। চট্টগ্রামের স্বার্থে দৈনিক পূর্বেেকাণের মাধ্যমে চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনাসমূহ সবসময় তুলে ধরেছেন। তিনি বলেন তসলিম উদ্দীন চৌধুরী একজন মহৎ মানুষ হিসেবে প্রকৌশলী হয়েও পত্রিকা সম্পাদনার কাজে নিজেকে নিযুক্ত করে চট্টগ্রামের আধুনিক সংবাদপত্রের বিকাশে অনন্য ভূমিকা পালন করেছেন। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যান হিসেবে স্থপতি তসলিম উদ্দীন চৌধুরী নিজ সাধ্যানুযায়ী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি মরহুম তসলিম উদ্দীন চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন।

Post Top Ad

Responsive Ads Here