বেনাপোল সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক,ও হুন্ডি ব্যাবসায়ী সহ ১৫ নারী পুরুষ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৯, ২০১৮

বেনাপোল সীমান্ত থেকে নাইজেরিয়ান নাগরিক,ও হুন্ডি ব্যাবসায়ী সহ ১৫ নারী পুরুষ আটক

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পুটখালি ও পাঁচভুলোট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক নাইজেরিয়ান নাগরিক ও দুই হুন্ডি ব্যাবসায়িসহ ১৫ জনকে আটক করেছে বিজিবি।

 এসময় হুন্ডির ৫লাখ টাকা,৭৫০ বৈদেশিক ডলার ও ২টি মটর সাইকেল জব্দ করেছে তারা। তবে এক হুন্ডি ব্যাবসায়ি পালিয়ে গেছে বলে জানায় বিজিবি।খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সোহেল আহম্মেদ জানান,সোমবার ভোরে বেনাপোল পুটখালি ও পাচভুলোট সীমান্ত দিয়ে হুন্ডির টাকা ও অবৈধভাবে নারী শিশু বাংলাদেশে প্রবেশ করছে জানতে পারে বিজিবি। সকালে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পুটখালি থেকে আটক করা হয় নাইজেরিয়ান নাগরিক ইকোচিকো সিডনীসহ ১৩ বাংলাদেশী নাগরিককে। এদের মধ্যে ২ নারী ২ শিশু ও ৯জন পুরুষ রয়েছে। তাদের বাড়ী যশোর, খুলনা গোপালগজ্ঞ, বরিশাল ও নড়াইল জেলায়। নাইজেরিয়ান নাগরিকের কাছ থেকে উদ্ধার করা হয় ৭৫০ ডলার সহ মূল্যবান কাগজপত্র। সে ফুটবল প্লেয়ার বলে জানায় বিজিবি। অপরদিকে পাটভুলোট থেকে দুইটি মটর সাইকেল সহ আটক করা হয় আয়ুব ও হারুনার রশিদ নামে দুই হুন্ডি ব্যাবসায়িকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় হুন্ডর পাঁচলাখ টাকা ও দুই মটর সাইকেল। আটক আয়ুব হোসেন পাটভুলোট গ্রামের নুর আলীর ছেলে। হারুনার রশিদ একই গ্রামের জামাল হোসেনের ছেলে।আটককৃতদেরকে বেনাপোল ও শার্শা থানায় সোপর্দ করা হযেছে বলে জানায় বিজিবি।

Post Top Ad

Responsive Ads Here