ফরিদপুরে এলজিএসপি প্রকল্পের আওতায় টিউবয়েল ও ল্যাট্টিন বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৯, ২০১৮

ফরিদপুরে এলজিএসপি প্রকল্পের আওতায় টিউবয়েল ও ল্যাট্টিন বিতরন

  
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের গরীব অসহায় মানুষের মাঝে এলজিএসপি প্রকল্পের-৩ এর আওতায় টিউবয়েল ও ল্যাট্টিন বিতরন করা হয়েছে।  

সোমবার দুপুরে কানাইপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী প্রভাংশ সোম মহান এসব গরীব অসহায় মানুষের মাঝে টিউবয়েল ও ল্যাট্টিন তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন  

ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনসহ পরিষদের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যাগন। এলজিএসপি প্রকল্পের-৩ এর আওতায় এ সময় ৩৯টি টিউবয়েল ও ২৫০টি ল্যাট্টিন গরীব পরিবার গুলোর মাঝে বিতরন করা হয়।# 

Post Top Ad

Responsive Ads Here