ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন ৬৬ নং গোন্দারদিয়া মৌজার মধুখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্দনা নদীর পাশে সরকারি ১নং খতিয়ান ভূক্ত ১৫৯৬ নং দাগের খাল গত কয়েক মাস আগে বালি দিয়ে ভরাট করে দখলের চেষ্টা করেন এক স্থানীয় বাসিন্দা।
সোমবার ফরিদপুর জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল ইসলাম এর নেতৃত্বে অবৈধ ওই দখলীয় খুটি অপসারণ করে সরকারের পক্ষে লাল পতাকা টাঙ্গিয়ে দখল মুক্ত করা হয়।
এ ব্যাপারে মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার জানান, এটি একটি সরকারি সম্পত্তি যথাযথ নিয়মে সারাদেশে এগুলো উদ্ধার হচ্ছে। এর ন্যায় নিয়ম বিধি মোতাবেক এটিও সরকারের পক্ষে খালটি অবৈধ দখল মুক্ত করা হয়েছে।
এ সময় মধুখালী থানা পুলিশ ও ব্যাটালিয়ান আনসার এর দুটি দল উপস্থিত ছিলেন।

