ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে প্রাকট্রিক্যাল এ্যাকশন এর আয়োজনে পয়ঃবজ্য ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষন কর্মশালা সোমবার ফরিদপুর শহর তলীর আদমপুর কম্পোষ্ট রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সকালে কর্মশালার উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু।প্রাকট্রিক্যাল এ্যাকশন ফরিদপুরের স্টেশন ইনর্চাজ ধীমান হালদার এর সঞ্চলনায় প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রখেন ফরিদপুর পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল,শামসুল আরেফিন সাগর,পৌরসভার নির্বাহী পৌকশলী মোঃ শামসুল আলম,পৌর সচিব তানজিলুর রহমান,প্রাকট্র্র্র্র্রিক্যাল এ্যাকশনের সিনিয়র অফিসার আহসান রকিব,সিনিয়র আরবান প্লানার ফরিদুজ্জামান স্বপন,কর্মজীবীর ফিল্ড ম্যানেজার আলিফ হোসেন লিটন ।কর্মশালায় মাগুড়া,বরগুনা,বাগেরহাট,গাজীপুর ও ফরিদপুরের ৩০জন ওয়েস্ট এন্ড স্যানেটিশন ওয়ার্কার অংশ নেন।
