রাঙামাটিতে অবৈধ কাঠসহ আটক-৭ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৯, ২০১৮

রাঙামাটিতে অবৈধ কাঠসহ আটক-৭

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি;রাঙামাটিতে অবৈধভাবে পাচারকালে কাঠসহ ৭জনকে আটক করেছে যৌথবাহিনী। আটকৃতরা হলেন- নিতন চাকমা (২২)  পূন্য রঞ্জন চাকমা (৪৫), আরবিল চাকমা (২৩), যতন ত গ্যা (২৮), মেরিগো ত গ্যা (৫৫), নলেজ ত গ্যা (৩৫), অন্তর ত গ্যা (২৬)। সোমবার সকালে শহরের তবলছড়ি স্বর্ণটিলার এলাকা থেকে কাঠসহ তাদের আটক করা হয়। তারা সবাই রাঙামাটি সদর বালুখালী ইউনিয়নের বাসিন্দা।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসময় রাঙামাটি সদর বালুখালী ইউনিয়নের ওই সাতজন উপজাতি কাঠ ব্যবসায়ী গোপনে সেগুন, গামারি ও গর্জন গোল কাঠ ৩টি বোটে করে প্রয় ২৫০ সেফটি কাঠ অবৈধভাবে পাচার করতে নিয়ে আসে।  যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩লাখ টাকা। খবর পেয়ে রাঙামাটি শহরের তবলছড়ি স্বর্ণটিলার এলাকায় অভিযানে নামে যৌথবাহিনীর একটি দল। এসময় কাঠসহ হাতে নাতে আটক করা হয় কাঠসহ সাত জনকে। খবর দেওয়া হয় রাঙামাটি বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পরে আসামীসহ কাঠ হস্তান্তর করা হয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে।

এব্যাপারে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা এস এম মাহবুব জানায়, অবৈধ কাঠসহ ৭জনকে আটক করে যৌথবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here