রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্রসহ আটক এক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১৯, ২০১৮

রাঙামাটির কাপ্তাইয়ে অস্ত্রসহ আটক এক

মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:রাঙামাটিতে অবৈধ অস্ত্রসহ এক উপজাতি যুবকে আটক করেছে যৌথবাহিনী। আটকৃর্তর নাম-উজ্জল চাকমা অরফে শ্যামল চাকমা (৩৫)।

 সোমবার বিকালে রাঙামাটি সদর উপজেলাধীন  ০১ নং জীবতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধনপাতা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এক নলা বন্দুক ও কিছু বই উদ্ধার করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি সেনা সদর জোনের একটি বিশেষ দল কাপ্তাই জোন সদর হতে ৫ কিঃমিঃ দক্ষিণে রাঙামাটি সদর উপজেলাধীন ০১নং জীবতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধনপাতা বাজারের অভিযানে নামে। এসময় বাজারের পাশে স্থানীয়বাসিন্দা উজ্জ্বল চাকমার বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় তার বাড়ি থেকে একটি এক নলা বন্দুক ও কিছু বই উদ্ধার করা হয়। পরে তাকে অস্ত্রসহ আটক করে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। 

এব্যাপারে রাঙামাটি কোতয়ালী থানায় কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল হক রনি এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত উজ্জল চাকমা অরফে শ্যামল চাকমা বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here