নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০৮, ২০১৮

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সুনাম উপজেলা সদর থেকে প্রত্যন্ত পল্লী এলাকা পর্যন্ত ছড়িয়ে পরেছে আলোচনা সমালোচনায় পঞ্চমূখ তিনি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নাগেশ্বরীতে যোগদানের পর উপজেলা সদরে সব অফিসিয়াল দপ্তরের কাগজপত্রাদি নিয়মিত ভাবে দেখাশুনা করেন।

 তাছাড়া উপজেলার ১৪টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় রেখে বিভিন্ন ইউনিয়নে টিআর, কাবিখা, কাবিটা ননওয়েজ, ৪০ দিনের সৃজন কর্মসূচিসহ এ সরকারের মহান উদ্যোগ একটি বাড়ী একটি খামার প্রকল্পের কাজগুলো সরে জমিনে গিয়ে পরিদর্শন করছেন। তিনি নাগেশ্বরী উপজেলায় সফল উপজেলা নির্বাহী হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রন, বাল্য বিবাহ প্রতিরোধ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন, উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ হলরুমে বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক ও সুধিমহল নিয়ে বাল্য বিবাহ বন্ধের মিটিং সেমিনার করে আসছেন। তার প্রশাসনিক কর্মকান্ডে ইতিমধ্যে উপজেলায় বাল্য বিয়ের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। এব্যাপারে নাগেশ্বরী উপজেলার ডি.এম একাডেমী ফুটবল মাঠে বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ে একটি আলোচিত কনসার্ট পরিবেশন করা হয়েছে। ইতিমধ্যে তিনি শিক্ষার মান উন্নয়নে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও সেমিনার করে আসছেন। সব মিলে তার আমলে নাগেশ্বরী উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত ভালো। এব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সাথে কথা হলে তিনি বলেন, এ পর্যন্ত শতাধিক এর বেশি বাল্য বিয়ে তিনি সরে জমিনে গিয়ে বন্ধ করেছেন। এছাড়াও সমাজে মদ, গাঁজা, ফ্রেন্সিডিল, জুয়া, নারী নির্যাতন সহ সকল অনৈতিক কর্মকান্ড প্রতিরোধ করার লক্ষে সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করছেন বলে জানান।  

Post Top Ad

Responsive Ads Here