বড়াইগ্রামে বিয়েতে নয় সড়কে ডিউটি করেছেন আনসার--দাবি উপজেলা পরিষদ চেয়ারম্যানের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০৮, ২০১৮

বড়াইগ্রামে বিয়েতে নয় সড়কে ডিউটি করেছেন আনসার--দাবি উপজেলা পরিষদ চেয়ারম্যানের

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রাম উপজেলা আনসার-ভিডিপি’র প্রশিক্ষক মনিকা ডি কস্তা তার মেয়ের বিয়েতে কোন আনসার সদস্য ডিউটি পালন করেননি।

 মূলত জেলা কমাডেন্টসহ অন্যান্য ভিআইপি’রা বিয়েতে আসবেন এমন খবরের ভিত্তিতে সড়কের তিনটি মোড়ে মাত্র ৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। অন্যান্য আনসার সদস্যরা ওই প্রশিক্ষকের মেয়ের বিয়েতে আমন্ত্রিত অতিথি ছিলেন। শুক্রবার বেলা ৩টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী তার কার্যালয়ে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দাবি করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন প্রশিক্ষক মনিকা ডি কস্তা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

বৃহস্পতিবার ও শুক্রবার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষকের মেয়ের বিয়েতে দুই ডজন আনসার দায়িত্ব পালন করেছেন এমন সংবাদ প্রকাশিত হলে এর প্রতিবাদ জানান প্রশিক্ষক মনিকা ডি কস্তা। এই প্রতিবাদের সাথে একাত্মতা প্রকাশ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর সাংবাদিকদের জানান, বিয়েতে সরকারী পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তা নিমন্ত্রিত ছিলেন। তাই তাদের সম্মানে কয়েকজন আনসার দিয়ে ডিউটি করানোটা কোন অপরাধের মধ্যে পড়ে না।

উল্লেখ্য, শুক্রবার উপজেলার বনপাড়া পৌরশহরের কালিকাপুর নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় মনিকা ডি কস্তার মেয়ের। 

Post Top Ad

Responsive Ads Here