বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন স্তরের সুধীসমাজের সাথে মতবিনিময় সভা করেছেন নাটোরের নবাগত জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।
শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চলমান উন্নয়ন কার্যক্রম, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের বর্তমান প্রেক্ষাপট এবং নির্বাচন সফল করতে প্রয়োজনীয় সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল প্রামাণিক, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক বাবু গৌরপদ মন্ডল, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমূখ।

