কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: আগামী ১৪ জানুয়ারি ২০১৯ সোমবার মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
আসন্ন গাউছুল আজম কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে তশরীফ আনার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মহান মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।
চট্টগ্রাম মহানগর সমন্বয় পরিষদের আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদার।
প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, যুগ্ম-সম্পাদক ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ, মুহাম্মদ আব্দুল মোমেন, অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ চৌধুরী।
বিভিন্ন উপ-পরিষদের পক্ষে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ শহিদুল্লাহ, মোহাম্মদ সেলিম, মুহাম্মদ ইরফান, মোহাম্মদ মামুন পারভেজ, মাষ্টার মোহাম্মদ নেজাম উদ্দীন, আলহাজ্ব মুহাম্মদ জালাল উদ্দীন, মাষ্টার মোহাম্মদ মহসিন, মুহাম্মদ রশিদ আহমদ, মোহাম্মদ আজম প্রমুখ।
বক্তাগণ কনফারেন্স সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়ানের লক্ষ্যে নিজ নিজ উপ-পরিষদের কাজের গৃহীত পরিকল্পনার উপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে মোর্শেদে আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।