মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে মাসুদ অরুন ও মেহেরপুর-২ আসনে জাভেদ মাসুদ মিল্টনের মনোনয়ন চুড়ান্ত করেছে বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের মনোনয়ন চুড়ান্ত করা হয়।
এ দুটি আসনে বিএনপি থেকে ৫ জনকে প্রাথমিক ভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। মেহেরপুর-১ আসনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন,জেলা বিএনপির সদস্য জাকির হোসেন এবং মেহেরপুর-২ আসন থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও বিএনপি নেতা মেজর (অবঃ)শরিফ হোসেনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এ ব্যাপারে মাসুদ অরুন ও জাভেদ মাসুদ মিল্টন পৃথকভাবে তাদের মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা অভিন্ন ভাষায় বলেন,মেহেরপুরের দুটি আসনে বিএনপি’র কোন বিরোধ নেই, সকলেই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।