সরিষাবাড়িতে সনদ বিহীন ভূয়া সার্ভেয়ারে ছড়াছড়ি; ভূমি দ্বন্ধ চরমে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

সরিষাবাড়িতে সনদ বিহীন ভূয়া সার্ভেয়ারে ছড়াছড়ি; ভূমি দ্বন্ধ চরমে

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃজামালপুরের রিষাবাড়িতে সনদ বিহীন ভূয়া সার্ভেয়ারে ছড়া ছড়ি বলে অভিযোগ উঠেছে। এতে করে ভূমি পরিমাপে সুষ্ঠ সমাধান না পেয়ে ভুমি পরিমাপ নিয়ে দ্বন্ধ চরমে। 

জানা যায় উপজেলার চর অধ্যাশিত নদী ভাঙ্গন কবলিত এলাকা পিংনা ইউপি। এ ইউনিয়নে প্রতি বছর ভুমি পরিমাপ করতে হয় কিন্তু যথাযথ প্রশিক্ষন প্রাপ্ত সার্ভেয়ার না থাকায় এ সকল পরিমাপ পক্ষপাতিত্বের বিষয়টি বেশি পরিলক্ষিত হয়। বিধায় সুষ্ঠ সমাধান থেকে বঞ্চিত ভুমি মালিকরা। উক্ত ইউপি  সূত্রে জানা যায় এ ইউনিয়নের ভুমি পরিমাপের সাথে মোঃ আব্দুল বারি, মোঃ আমানুল্লাহ, মোঃ ছালাম মিয়া, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ আমিনুল ইসলাম। দীর্ঘদিন যাবৎ ভুমি পরিমাপের কাজে নিয়োজিত  থেকে যথাযথ ভাবে ইউনিয়ন পরিষদে প্রতিবেদনও দাখিল করে আসছেন। কিন্তু জানা যায় তাদের অনেকেরই ভুমি পরিমাপের ডিগ্রী না থাকলেও সার্ভেয়ার লিখে প্রতিবেদন দাখিল করে আসছেন।
এ বিষয়ে আঃ বারির নিকট জানতে চাইলে তিনি ব্র্যাকের সহায়তায় ১৫ দিনের প্রশিক্ষন করেছেন বলে জানালেও এ পর্যন্ত তিনি কোন সনদ পাননি বলে জানান।
বাকি সার্ভেয়ারদের সাথে কথা বল্লে তারা সকলেই বিভিন্ন বাহানায় পিছকাটিয়ে জান। পরে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।
সনদ বিহিন ব্যাক্তিরা সার্ভেয়ার নাম ও সিল ব্যাবহার করে প্রতিবেদন দিয়ে আসছে  কি ভাবে? এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন বলেন এ বিষয়ে আমি কিছুই জানিনা। আমার ইতিপূর্বের দায়িত্বে থাকা চেয়ারম্যানদের সময় কাল হতেই কাজ করে আসছে।

Post Top Ad

Responsive Ads Here