জামালপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম তালুকদারের মনোনয়নপত্র বৈধ হওয়ায় সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ১০, ২০১৮

জামালপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শামীম তালুকদারের মনোনয়নপত্র বৈধ হওয়ায় সংবর্ধনা

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীমের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করায় দলীয় নেতাকর্মীরা তাঁকে সংবর্ধনা দিয়েছে।

 শনিবার দুপুরে তিনি ঢাকা থেকে সরিষাবাড়ীতে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী আরামনগর বাজারে রাস্তার দুইপার্শের্¦ দাঁড়িয়ে তাঁকে অভ্যর্থনা জানায়। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, ‘আমার বিজয় ঠেকাতে সরকারি নির্দেশে রিটার্নিং অফিসার অন্যায়ভাবে মনোনয়নপত্র বাতিল করেছিলেন। নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছি। অথচ ২৬ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে ব্যবহৃত সরকারি গাড়ি ও আনুষাঙ্গিক জিনিস ইউএনওকে হস্তান্তর করে ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমা দিই।’
ফরিদুল কবীর তালুকদার অভিযোগ করেন, ‘তাঁকে নির্বাচনে অযোগ্য বানাতে অনেক অপচেষ্টা হয়েছে। নেতাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে মাঠছাড়া করার পরিকল্পনা ও ভোট কারচুপির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে হবে।’
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে শোকরানা মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজুল কবীর তালুকদার হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুল আওয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুন ফকির, উপজেলা যুবদলের সভাপতি একেএম ফয়েজুল কবীর তালুকদার শাহীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আশরাফ ফকির, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সাধারন সম্পাদক আরিফ হোসেন প্রমুখ। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
ছবি: সরিষাবাড়ীতে ঐক্যফ্রন্ট প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীমের মনোনয়নপত্র আপিলে বৈধ হওয়ায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

Post Top Ad

Responsive Ads Here