জাহিদহাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মিন্টু মিয়া (৩৫) এক নির্মাণ শ্রমিকের (রাজমিস্ত্রি) মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইউনুছ আলীর ছেলে।
পারিবারিক সুত্র জানায়, মিন্টু মিয়া বড়বাড়িয়া গ্রামের নেদ মিয়ার বাড়িতে কাজ করতে যান। এ সময় তিনি অসর্তকতার জন্য পিডিবি’র ঝুলানো তারের সাথে জড়িয়ে পড়েন। স্থানীয়রা দ্রæত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

