জাককানইবি প্রতিনিধি:জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উদ্যোগে ত্রিশাল মুক্ত দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়েছে।
উক্ত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. সাহাব উদ্দিন (বাদল), ট্রেজারার প্রফেসর মো: জালাল উদ্দিন এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়ালবডি, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।
বিজয় শোভাযাত্রা শেষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন ভিসি। এর পর এক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। ভিসি তার বক্তব্যে বলেন, ত্রিশাল তথা সারা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক, দেশকে ভালবাসা, দেশের মানুষকে ভালবাসা আমাদের একান্ত কর্তব্য।

