আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জ শহরে ডাকঘর এলাকার পৌর-মার্কেট এর একটি টেলিকম দোকানের চুরি হওয়া মালামালসহ চোর চক্রের ৬ সদস্যকে আটক করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত মোবাইল ফোন, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এ বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর পৌর এলাকার পৌর মার্কেটে মৃদুল কান্তি দাসের দোকান (মৃদুল টেলিকম) দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা। পর দোকানে থাকা সব নতুন মোবাইল এবং নগদ টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করে।মামলাটি থানায় দায়েরের পর থেকেই শুরু হয় অভিযান।
হবিগঞ্জ সদর থানার (ওসি) সহিদুর রহমানের নির্দেশনা অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে চলে ৪৮ ঘন্টার শ্বাস-রুদ্ধকর অভিযান।
অভিযানে সদর থানার ওসি (অপারেশন) প্রজিত কুমার দাশের নেতৃত্বে-- তদন্তকারী অফিসার এসআই মোল্লা লুৎফুর, এসআই সাহিদ মিয়া, এসআই আবু নাইম, এএসআই বিল্লালসহ একদল পুলিশ ৪৮ ঘন্টার সাড়াশি অভিযান চালিয়ে জড়িত সক্রিয় চোর চক্রের ৬ সদস্য আটক করে।
আটককৃত চোরেরা হল :- ইকবাল মিয়া, আব্দুল মালেক ,রাজু চক্রবর্তী, দেওয়ান নবী, মিঠু চন্দ্র দাস এবং নাজিম মিয়া।আটককৃতদের জিজ্ঞেসাবাদে বিভিন্ন অজানা তথ্য জানায়। পরে তাদের দেয়া স্বীকারোক্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে লুণ্ঠিত বিপুল মালামাল উদ্ধার করে সদর থানা পুলিশ।
উদ্ধারকৃত মালামাল এর মধ্যে রয়েছে :- স্মার্ট টেকনোলজির মোবাইল ফোন ৮২টি , ১টি ল্যাপটপ, ১৬টি মেমোরিকার্ড এবং ১টি তালা ভাঙ্গার রেঞ্জ পাওয়া যায় ।