ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৯, ২০১৮

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস

ঝিনাইদহ প্রতিনিধিঃ-ঝিনাইদহে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও  বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। 


শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক জাকির হোসেন। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসন, উই ও এইড ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, বিশিষ্ট সমাজ সেবিকা জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত খালেদা খানম। 

আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার (অতি:দা:)খন্দকার শরিফা আক্তার। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম, এস এম সোহেল রানা রোকেয়া খাতুন,  শিললুর রহমান,ইব্রাহিম, রোকেয়া খাতুন, ফৌজিয়া হক জুই প্রমূখ। 

আলোচনা অনুষ্ঠানে নাসরিন সুলতানা,উই নির্বাহী পরিচালক শরিফা খাতুন, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন সেচ্ছা সেবী নারী, জয়িতা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ ৫শতাধিক মা গন উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরীতে অবদান রাখায় প্রধান অতিথি হিসেবে  জেলা প্রশাসক জাকির হোসেনসহ অতিথিবৃন্দ উপজেলা পর্যায়ের ৫ জন ও জেলা ১০ জন পর্যায়ের ৫ জন নারী কে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। 

উপজেলা পর্যায়ে ৫জন নারী অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ফারজানা ববি বিশ্বাস,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জেসমিন খাতুন, সফল জননী নারী জহুরা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু যে নারী ফারজানা আক্তার শ্যামা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী রেশমা বেগম এবং জেলা পর্যায়ে ৫জন নারী অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ফারজানা ববি বিশ্বাস, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শাহিদা সুলতানা, সফল জননী নারী আছিয়া খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু যে নারী রুবিনা খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী মর্জিনা বেগম কে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here