নাহিদ হোসেন নাটোর-৯ ডিসেম্বর সকাল ৮ টার দিকে নাটোরের লালপুর উপজেলার পদ্মার চরে বালু বোঝায় ট্রাক্টর উল্টে সবুজ (১৭) নামের এক শ্রমিক মারা গেছে। সে দক্ষিন লালপুর গ্রামের আসলাম শেখ এর ছেলে।
জানাগেছে নিহত সবুজ ওই ট্রাক্টরে বালুমাটি বোঝাই করার কাজ করতো। অন্যদের সাথে ট্রলিতে বালু ভর্তির পর ট্রাক্টরটি উল্টে গেলে সবুজ তার নিচে চাপা পড়ে ঘটনা স্থলেই মারা যায়।এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে পুলিশ জানায়।