টাকার অভাবে মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়া হচ্ছে না আরিফুলের ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ০৯, ২০১৮

টাকার অভাবে মেডিকেল কলেজে চান্স পেয়েও পড়া হচ্ছে না আরিফুলের !

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ-বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারছিল না যখন আরিফুল, ১৫ই অক্টোবর তারিখ ছিল ভর্তি হওয়ার শেষ দিন।

 তখন এলাকার এক বড় ভাই ফরিদুল ইসলাম ফরিদ ভর্তির জন্য প্রায় ২৫ হাজার টাকা দেন, কিন্তু এখন ভর্তি হয়েও কংকাল সহ নানা ধরনের পড়ালেখার সামগ্রী কিনতে না পেরে লেখাপড়া প্রায় বন্ধের দিকে। হতদরিদ্র চা বিক্রেতা জহুরুল ইসলামের ছেলে মেধাবী শিক্ষার্থী আরিফুল ইসলাম। সে এ বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে মেধা তালিকার ২৪৫৭ স্হানে রয়েছে । কিন্তু পড়ালেখার সামগ্রী টাকার অভাবে কিনতে না পাড়ায় এখনো দুশ্চিন্তা কাটেনি আরিফুলের।

মেধাবী আরিফুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাতী পশ্চিমপাড়া গ্রামে। মেধাবী এই ছেলের মেডিকেল কলেজে পড়ালেখার সামগ্রী কেনার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের সহযোগিতা চেয়েছেন চা বিক্রেতা বাবা জহুরুল ইসলাম।
পারিবারিক সুত্র জানায়, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার, চক সোহাগপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে ট্যালেন্টপুরে বৃত্তি, সোহাগপুর এস,কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন । পরে একই বিদ্যালয় সোহাগপুর এস কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সার্বিক সহযোগিতায় ২০১৬ সালে এস,এস,সি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন ।
পরে ২০১৮ সালে ঢাকা কলেজ থেকে এইচ,এস,সি পরীক্ষায় অংশ গ্রহন করে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এ বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করে ২৬৩ নাম্বার পেয়ে মেধা তালিকায় ২৪৫৭ স্হানে অবস্থান করছেন মেধাবী আরিফুল ইসলাম। আরিফুল তিন ভাই বোনের মধ্যে আরিফুল ছোট।
এদিকে, এত বড় একটা দুর্লভ সুযোগ পেয়েও বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে লেখাপড়ার অনিশ্চয়তা দেখা দিয়েছে মেধাবী আরিফুল ইসলামের। হতদরিদ্র চা বিক্রেতা বাবার পক্ষে মেডিকেল কলেজে পড়ালেখার সামগ্রী জোগাড় করা একেবারে অসম্ভব। তাই সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে দু:শ্চিন্তা কাটেনি জহুরুল ইসলামের। তিনি ছেলের মেডিকেল কলেজে পড়ালেখার সামগ্রী কেনার জন্য সমাজের বিত্তবানদের সাহায্য চেয়েছেন।

চা বিক্রেতা বাবা জানান, সন্তানদের পড়াশোনার প্রতি অদম্য আগ্রহের কারনে কষ্ট করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছি। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে শুনে খুশিঁ হয়েছিলাম। কিন্তু কলেজে পড়ালেখার সামগ্রী জোগাড় করতে না পেরে আমাদের খুঁশি মাটি হয়ে গেছে। তাই আমি সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্য কামনা করছি।
আরিফুল জানান, আমার ছোট বেলা থেকেই শখ আমি বড় হয়ে ডাক্তার হয়ে অসহায় মানুষদের সেবায় এগিয়ে আসবো। আমি জানি অসহায় মানুষরা কত কষ্টে জীবন যাপন করেন। সমাজের বিত্তবানরা আমাকে সহযোগিতা করলে আমি পড়ালেখা চালিয়ে যেতে পারবো তাদের কাছে আমি চির ঋনী থাকবো।
সাহায্য সহযোগিতায় করতে চাইলে 
যোগাযোগ করুন:- আরিফুল ইসলাম:- ০১৭৬৮-৭৪০২০৭
আরিফুল ইসলামের বাবা জহুরুল ইসলাম:- ০১৭৮৭-৫২৪৬৮০-০ (রকেট)

Post Top Ad

Responsive Ads Here