ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ, কুমড়াবাড়ীয়া লেবুতলা, গ্রামের বদর উদ্দিন মোল্যার ছেলে- বাহার মোল্যা (৫০), মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে ঝিনাইদহ পুলিশ।সে এলাকার মাদক সম্রাট। মাদক বিক্রির অভিযোগে ২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়। অভিযোগ প্রমানিত হওয়ায় দুই বছর সাজা হয়, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর নির্দেশনা ও অতিঃ পুলিশ সদর সার্কেল কনক কুমার দাশ এর তত্বাবধানে, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্চ মোঃ এমদাদুল হক শেখ এর সহযোগীতায়, ওসি (অপারেশন) মহসীন হোসেন এর ঐকান্তিক প্রচেষ্টায় আসামী বাহার মোল্যাকে গ্রেফতার করেছে ঝিনাইদহ পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর আজ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করেছেন।