জাককানইবি তে অনুষ্ঠিত হলো রম্য বিতর্ক প্রতিযোগিতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Wednesday, January 23, 2019

জাককানইবি তে অনুষ্ঠিত হলো রম্য বিতর্ক প্রতিযোগিতা

নাঈম আবদুল্লাহ জাককানইবি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮/১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটি,জাককানইবি এর তত্বাবধানে গাহি সাম্যের গান মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো রম্য বিতর্ক প্রতিযোগিতা সিঙ্গেল বনাম যুগল।  

বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে রম্য বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ এইচ এম মোস্তাফিজুর রহমান ।  
বিতর্কে সিঙ্গেলদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন  সাজুগুজু করা সিঙ্গেল ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জিনিয়া জাহান,সিঙ্গেল দেবদাস  ফিল্ম এন্ড মিডিয়ার শিক্ষার্থী শফিক বাপ্পি, সিঙ্গেল রোমিও আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাত্তিক মাহাবুব। 
অপরদিকে যুগোলদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ক্যাম্পাসের আলোচিত জুটি সাকিব আল হাসান ও শিলা খান, নববিবাহিত দম্পতি আরমান হোসাইন ও মোসাইবা মীম, বয়ষ্ক দম্পতি ফারহান হোসাইন ও তানজিনা নাসরিন জেবিন।বিতর্ক শেষে ডিবেটিং সোসাইটির জেনারেল সেক্রেটারি রাশেদ খান নবীন শিক্ষার্থীদের ডিবেটিং সোসাইটি তে যোগ দেওয়ার আহবান জানান।এ সময় মুক্তমঞ্চে আরও  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক শিক্ষিকা,  ও শিক্ষার্থীবৃন্দ।

No comments: