চরভদ্রাসন সরকারি কলেজের ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি নিক্সন চৌধুরী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ২৩, ২০১৯

চরভদ্রাসন সরকারি কলেজের ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করলেন এমপি নিক্সন চৌধুরী


ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সনামধন্য একমাত্র সরকারি কলেজ এর ৫১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর বিলাল হোসেন এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)।
 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন ও থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ।
 
উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির উপাধ্যক্ষ এস.এম ছাইদুর রহমান। পরে উপজেলা সদরে অবস্থিত রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে বরন করে নেন এমপি নিক্সন চৌধুরীকে।
 
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাসিনা আক্তার, প্রকৌশলী মোঃ হাবীব উল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালাম ও আ’লীগ নেতা মোঃআনোয়ার আলী মোল্যা প্রমুখ।
 
এর আগে এমপি নিক্সন চৌধুরী উপজেলা পরিষদ চত্বরে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার ও প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

Post Top Ad

Responsive Ads Here