নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে (লালপুর-ঈশ্বরদী) সড়কে বাসের ধাক্কায় আজিজুর রহমান ভেগল (৫০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ভেগল উপজেলার তিলকপুর গ্রামের মোহম্মাদ মন্ডলের ছেলে ও পেশায় সে এক জন গুড় ব্যবসায়ী ছিলো।
সোমবার (২৮ জানুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাই সাইকেল যোগে ভেগল গুড় বিক্রয়রে উদ্দেশ্যে ঈশ্বরদী যাওয়ার পথে (লালপুর-ঈশ্বরদী) সড়কের লক্ষীপুর বাজর এলাকায় পৌঁছালে ঢাকা গ্রামী একটি বাস ভেগলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

