নাঈম আবদুল্লাহ জাককানইবি প্রতিনিধি- জাতীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, কেক কাটার মধ্যে দিয়ে শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্ভোদন করেন। উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান রাকিব এর নেতৃত্বে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের একই জায়গায় এসে শেষ হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: রাকিবুল হাসান রাকিব বলেন, 'আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এর ইন্তেকাল ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ৪ জানুয়ারির পরিবর্তে আজ দিবসটি পালন করা হচ্ছে।
তিনি বলেন, ছাত্রলীগের অতীত ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রাখতে জাককানইবি শাখা ছাত্রলীগ সর্বদা সজাগ ও সচেষ্ট থাকবে।জাতির পিতার সোনার বাংলা বাস্তবায়নে জাককানইবি শাখা সর্বদা প্রস্তুত।


