সঞ্জিব দাস, ফরিদপুর থেকে :
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়ার সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন এবং জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়ার মা দেলোয়ারা বেগম।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা, তালমা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবু শহীদ মিয়ার সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন এবং জেলা পরিষদের সদস্য মোঃ কামাল হোসেন মিয়ার মা দেলোয়ারা বেগম।
তিনি ব্যাপক ভাবে এলাকায় জনপ্রিয় হওযায় দল তাকে মনোনয়ন দিলো বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে দেলোয়ারা বেগম বলেন, আমার স্বামী অত্র ইউনিয়নে দীর্ঘদিন ধরে চেয়ারম্যান ছিলেন। তার পাশে থেকে আমি সব সময় তাকে এই এলাকার উন্নয়নের জন্য সহযোগিতা করে গেছি। এছাড়া আমার দুই ছেলে জামাল ও কামাল এই দুই থানার উন্নয়নে ভূমিকা রাখছে। এখন দল আমাকে মনোনয়ন দিয়েছে আগামী ২৮ তারিখে নির্বাচন আশা করছি এই ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে নিার্বচিত করবে। তিনি বলেন আমি নির্বাচিত হতে পারলে এই ইউনিয়নের আমার স্বামীর রেখে যাওয়া যে সকল কাজ বাকী আছে একই সাথে যে সব কাজ করলে জনগন উপকৃত হবে আমি এই সকল কাজ করে দিব। আমি কথা দিতে পারি এই এলাকার কোন উন্নয়ন আর বাকি থাকবে না।
দেলোয়ারা বেগম তালমা ইউনিয়নের সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন। আগামী ২৮ ফেব্রæয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র ২৬ জানুয়ারী ২০১৯ তারিখে হাতে পান দেলোয়ারা বেগম।

