জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল-ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী দেওপাড়া ইউনিয়ন আওয়ামী চ্ছাসেবকলীগের মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার(২৬ জানুয়ারি) তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
সৎ, নিষ্ঠাবান, হাস্যোজ্জল নারীনেত্রী মরিয়ম আক্তার শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লোকের পাড়া, গৌরিশ^র, ছয়আনী বকশিয়া, দশআনী বকশিয়া, আতাইল শিমুল সহ উপজেলার পশ্চিমাঞ্চলে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্ব স্ব স্থানীয় আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী মানুষের সাথে মতবিনিময় করেন।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য আশিক বাবু, ইউপি সদস্য রাশেদা, কৃষকলীগ নেতা সাগর আলী সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নারীনেত্রী মরিয়ম আক্তার বলেন, নারী জনগোষ্ঠীর অধিকার রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ সফল করতে ইতোমধ্যে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কর্মকান্ডে নারীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত লড়াই-সংগ্রাম করে চলেছি। তারই ধারাবাহিকতায় আগামি উপজেলা পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি দলীয় মনোনয়ন চাই।

