জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানায় চাঁদা দাবীর প্রতিবাদকারী শ্রমিক সর্দার লিটন মিয়া(৩৫) কে পিটিয়ে আহত করার প্রতিবাদে ও বিচারের দাবীতে শ্রমিকের একাংশ তারাকান্দি-ভূয়াপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ।
গত শুক্রবার সকাল সাডে ১০ টার দিকে যমুনা সারকারখানার বিক্রয় পালা দপ্তরের একটি কক্ষে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
সার কারখানার লোডিং ও আনলোডিং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টার প্রাইজের শ্রমিক আবুল কালাম ও সুমন এর নেতৃত্বে ৫/৬ জন লোক নিয়ে শ্রমিক সর্দারকে মারপিট কারীদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতী ঘোষনা দিয়ে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে চলে যায়।ফলে যমুনা সার কারখানার সার পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় সার ডিলার ও সার পরিবহনকারীরা বিপাকে পড়েন।
বিক্ষুব্ধ শ্রমিক সুত্রে জানা গেছে,যমুনা সারকারখানায় গত শুক্রবার সকালে চট্রগ্রামের কাফফো থেকে কয়েকটি ট্রাক ভর্তি করা সার আনলোড করার জন্য নিয়ে আসে। পরে যমুনা সারকারখানার লোডিং ও আনলোডিং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টার প্রাইজের সাব কন্ট্রাকটর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কারখানার টেন্ডার সিন্ডিকেটের হোতা রফিকুল ইসলামের শ্রমিক আবুল কালাম ও সুমন সহ ৫/৬ জন লোক নিয়ে ড্রাইভারের নিকট প্রতি ট্রাক ১৫০০ শত করে টাকা দাবী করে। দাবী কৃত টাকা না দেয়ার জন্য প্রতিবাদ করেন ডেলিভারী শ্রমিক সর্দার লিটন মিয়া(৩৫) ওই প্রতিবাদকে কেন্দ্র করে সর্দার লিটন মিয়া কে শ্রমিক আবুল কালাম ও সুমন সহ ৫/৬ জন লোক কারখানার বিক্রয় পালা দপ্তরের একটি কক্ষে নিয়ে তাকে মারপিট করে।এ খবর ছডিয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা তারাকান্দি-ভূয়াপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। পরে শ্রমিক সর্দার লিটনকে সারষাবাড়ী উপজেলা কমপেক্্ের ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী যমুনা সারকারখানা গেটের কর্তব্যরত নিরাপত্তা প্রহরী বেলাল হোসেন বলেন,শ্রমিক সর্দার লিটনকে মারপিট করার সময় আমি প্রতিবাদ করি ফলে আমাকেও রাম দা দিয়ে কুপানোর হুমকি দেয় আবুল কালাম। তারাকান্দি ট্রাক ও ট্যাংক লড়ী পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্কাস আলী বলেন-শ্রমিক সর্দার লিটনকে মারপিট করায় শ্রমিকরা অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতী ঘোষনা দিয়ে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে চলে যাওয়ায় সার পরিবহন বন্ধ রয়েছে। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহব্বত কবীর বলেন-যমুনা সারকারখানার লোডিং ও আনলোডিং ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক সর্দারকে মারপিটের প্রতিবাদে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ।

