মেহের আমজাদ,মেহেরপুর-জাল দলিল করার অপরাধে ইয়াছিন আলী নামক এক ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল সোমবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড দেন। ইয়াছিন আলী সদর উপজেলার সুবিদপুর গ্রামের হোসেন আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ইয়াছিন আলী সদর উপজেলার শোলমারী মৌজার জান আলীর ৪২ শতক জমির মধ্যে ২১ শতক জমি সদর উপজেলার সুবিদপুর মৌজার আব্দুর রবের নামে জাল দলিল করে দেয়। সোমবার ঐ দলিল দেখে সন্দেহ হলে ইয়াছিন আলীকে ডেকে এনে জিজ্ঞাসা করলে সে ঘটনা স্বীকার করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১ মাসের কারাদন্ড দেওয়া হয়।

