রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-৩০৪ কুড়িগ্রাম লালমনির হাট মহিলা সংরক্ষিত আসনে এমপি হতে চান খাদিজা আক্তার। দেশের উত্তরাঞ্চল মঙ্গা পীড়িত চর এলাকার সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। দেশের অর্ধেক অংশ নারী, নারীদের সাথে নিয়ে বিভিন্ন উন্নয়নে কাজ করবেন বলে আশা রাখেন তিনি।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার গ্রামকে শহরায়নের বাস্তবায়নকে সামনে রেখে প্রচারণায় মাঠে নেমেছেন তিনি।
রবিবার বিকেলে তিনি রাজিবপুর উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর গ্রামের বীর সৈনিক বীর মুক্তিযোদ্ধা মৃত: আখের আলীর ছোট ছেলের সহধর্মীনি। রৌমারীর যাদুরচর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি।

