সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর শিরোইল পুলিশ ফাঁড়ির পাশে একটি মোবাইলের দোকানে দুধর্ষ চুরি হয়েছে। রবিবার দিবাগত রাতে আর টেলিকম নামের ওই দোকানে চুরি ঘটনা ঘটলেও কিছুই জানে না পুলিশ। দোকান থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জনিয়েছেন দোকান মালিক ইদল হক।
আর টেলিকমের মালিক ইদল জানান, রবিবার দিনগত রাতে আনুমানিক ১২টার দিকে দোকান বন্ধ করে যান। যাবার সময় তার ভিতরের এবং বাহিরে মোট ৪টি তালা লাগিয়ে যান। সোমবার সকাল ১০টার সময় দোকানে এসে দেখেন সাটার গেটে কোন তালা মারা নেই কাঁচিগেটে একটি তালা মারা আছে তাও আবার সেই তালাটি তার নয়। নগদ ১লক্ষ টাকা এবং মোবাইল রিচার্জ কার্ড ৬০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় তিনি পথে বসেছেন বলে জানান এই ব্যবসায়ী।
শিরোইল পুলিশ ফাঁড়ি থেকে মাত্র ১৪ পা দূরে অবস্থিত এ দোকান। পুলিশ ফাঁড়ির এত কাছে এ ধরনের চুরি ঘটনা এলাকাবাসীকে হতবাক করেছে।
শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাহফুজ ইসলাম জানান, আমার ঘটনাটি জানা নেই তবে ১৫ মিনিট আগে আমাকে একজন কল দিয়ে এ খবর জানিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
এ ব্যপারে রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখছি। এ ব্যাপারে জড়িত কে বা কারা সে সম্পর্কে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলকাবাসী জানান, পুলিশের পাশে দোকানে যদি চুরি হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথাই ফাঁড়ির ইনচার্জ শুধু সাধারন মানুষকে হয়রানী করে ধান্দাবাজী কাজে ব্যস্ত থাকেন, তারা আরো অভিযোগ করে বলেন, রাজশাহীর গুরুতপূর্ন এলাকা নিউ মার্কেট আর এখানে যদি চুরি, ছিন্তাই মতো ঘটনা ঘটে তহলে রাতে ফাঁড়ির পুলিশ কি ঘুমাই।

