মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুরের গাংনী উপজেলার আখ সেন্টার এলাকায় ২টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কমল হোসেন (৩৬) নামের একজন মারা গেছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কমল গাংনী উপজেলার বামন্দী-নিশিপুরের মৃত শামসুল হকের ছেলে। আহতরা হলো পশ্চিমমালসাদহ এলাকার টেপিপাড়ার সেন্টু মিঞার ছেলে নাইম ও আরেফিনের ছেলে তুহিন। আহতদের মধ্যে তুহিন এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বামন্দী থেকে গাংনীর দিকে কমল ও পলাশ আসছিলেন। এ দিকে বিপরীত দিক থেকে দ্রত গতিতে নাইম ও তুহিন যাচ্ছিলেন, তারা যখন গাংনীর আখ সেন্টার এলাকায় পৌছায় তখন মুখোমুখি সংঘষের্র ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তুহিনকে রেফার্ড করে, অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় রেফার্ডের প্রস্তুতিকালীন সময় কমলের মৃত্যু হয়।

