ফরিদপুর প্রতিনিধি
মামলায় অন্য আসামীরা হলো ইসমত আরা, সুজিত কুমার সাহা, দেলোয়ার হোসেন, উষা বিশ^াস, আঞ্জু আক্তার ও মো. আলী। এদের মধ্যে ৬ জন আদালতে হাজির ছিল। গিয়াসউদ্দিন ও আবু বক্কর পালাতক রয়েছে।
ফরিদপুরের নগরকান্দ সাব-রেজিষ্ট্রি অফিস থেকে জাল দলিল করার অপরাধে গিয়াসউদ্দিন নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে যাবৎজীবন, ঐ অফিসের পিয়ন আবু বক্করকে ১৭ বছর এবং অফিসের নকল নবিশ আরো ৬জনকে ১০ বছর করে কারাদন্ড প্রদান করেছে জেলার বিশেষ আদালত।
মঙ্গলবার দুপুরে ফরিদপুরের স্পেশাল জজ আদালতের বিজ্ঞ বিচারক মতিউর রহমান এ রায় প্রদান করেন। এমালার বিবরণ থেকে জানা যায়, নগরকান্দা থানার শ্রীরামদিয়া গ্রামের মোতালেব ২০১৩ সালের ফেব্রæয়ারী মাসের ২ তারিখে নগরকান্দা সাব-রেজিষ্ট্রি অসিফ থেকে মোট ৩৯ শতাংশ জমি ক্রয় করে। কিন্তু একই এলাকার শিক্ষক গিয়াসউদ্দিন অফিসের কিছু অসাধু কর্মচারীর সহায়তায় তার দলিলের নামের মধ্যে কাটাছেড়াঁ করে গিয়াসের নাম দেখিয়ে জমিটি তার বলে দাবী করে। এ ঘটনায় মোতালেব জমির প্রকৃত ক্রেতা ৮ জনের নামে নগরকান্দা থানায় মামলা দায়ের করে।
এামলা আসামীদের সাক্ষি প্রমানাদি শেষে আসামীরা দোষী সাবস্ত হলে আদালতের বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন।মামলায় অন্য আসামীরা হলো ইসমত আরা, সুজিত কুমার সাহা, দেলোয়ার হোসেন, উষা বিশ^াস, আঞ্জু আক্তার ও মো. আলী। এদের মধ্যে ৬ জন আদালতে হাজির ছিল। গিয়াসউদ্দিন ও আবু বক্কর পালাতক রয়েছে।
