আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লাখাই উপজেলায় তৃণমূল থেকে আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচন করা হয়েছে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুশফিউল আলম আজাদকে।রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়।
লাখাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোক্তার হোসেন বেনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন :- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মো. আবু জাহির (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সিরাজুল হক চৌধুরী, আরব আলী ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু।
সভায় তৃণমুলের নেতাকর্মীরা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মুশফিউল আলম আজাদকে সর্বসম্মতি ক্রমে নির্বাচিত করেন।
ভাইস চেয়ারম্যান পদে :- বর্তমান ভাইস চেয়ারম্যান পদে ১ম, মুর্শেদ কামাল, ২য় সাবেক ছাত্রনেতা আমিরুল ইসলাম আলম এবং ৩ য় সোহেল লস্করকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে :- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা এবং ২য় আলেয়া বেগমকে নির্বাচন করা হয়েছে ।

